দাম্পত্য জীবনে ঝড় ঝাপটা চলেই আসে। জীবনের সব সময় সুখ থাকে না। কিছুটা সময়
একটু আধটু ঝগড়া হতেই পারে। কিন্তু তাই বলেই সম্পর্ক শেষ হয়ে যায় না। সবকিছু
মিলিয়েই জীবন। আর এই জীবন নিয়েই মানুষ সুখে থাকে। কিন্তু এর বাইরেও
দাম্পত্যে সুখী হওয়ার দারুণ কিছু মূলমন্ত্র রয়েছে যা সত্যিই কার্যকরী। আজকে
জেনে নিন এমনই কিছু দারুণ বিষয় যা আপনার দাম্পত্য জীবন আরও সুখের করে
তুলবে।
১) দুজনের মধ্যকার ভালো দিকটি খুঁজে বের করুন
কেউই একেবারে পারফেক্ট নন। মানুষের ভালো মন্দ দুটো দিকই রয়েছে। তাই পারফেক্ট মানুষ না খুঁজে যিনি আপনার জীবন সঙ্গী তার মধ্যকার ভালো দিকটিই খুঁজে নিন। দেখবেন অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে।
২) নিজের সম্পর্কটিকে প্রাধান্য দিন
জীবনে অনেক কিছুই করার রয়েছে, কিন্তু তাই বলে সম্পর্ককে একেবারে কম মূল্যায়ন করলে সুখে থাকা সম্ভব নয়। নিজের সম্পর্কটিকে প্রাধান্য দিন। এতে করে সঙ্গীর কাছ থেকেও মূল্য পাবেন এবং জীবন সুখের হবে।
৩) ক্ষমা করতে শিখুন
মানুষ মাত্রই ভুল করে। ভুল ধরে বসে থাকলে কখনোই সমস্যার সমাধান হয় না, হওয়া সম্ভব নয়। সব সময় ভুল ধরে বসে থাকলে সঙ্গীকে কষ্ট দেয়া এবং সম্পর্কে টানাপোড়ন তৈরি করা ছাড়া অন্য কিছুই হয়। না কিছু ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন আর কিছু ভুল ধরিয়ে দিন ভালোবাসা দিয়ে। এতেই দাম্পত্যে সুখ আসবে।
৪) ইগো সরিয়ে ফেলুন
আমি কেন করবো, সে কেন নয় এই ধরণের মানসিকতা শুধুই সমস্যা সৃষ্টি করে থাকে। এই মানসিকতা যতোটা দূরে সরিয়ে রাখবেন দাম্পত্য জীবন ততোই সুখের হবে। ইগোটাকে দূরে সরিয়ে নিজেই এগিয়ে যান এতেই অনেকটা সমস্যা এড়িয়ে যেতে পারবেন।
৫) ভালোবাসা প্রকাশ করুন প্রতিদিন
বিয়ে হয়েছে বলেই ভালোবাসা শেষ এই ধরণের মানসিকতা দূর করুন। দাম্পত্যে সুখ চাইলে বিয়ের পরও নিজেদের মধ্যকার ভালোবাসা ধরে রাখুন। একে অপরকে মনে করিয়ে দিন প্রতিদিন যে আপনারা দুজন দুজনকে কতোটা ভালোবাসেন। সুখে থাকার আসল মন্ত্র এখানেই।
১) দুজনের মধ্যকার ভালো দিকটি খুঁজে বের করুন
কেউই একেবারে পারফেক্ট নন। মানুষের ভালো মন্দ দুটো দিকই রয়েছে। তাই পারফেক্ট মানুষ না খুঁজে যিনি আপনার জীবন সঙ্গী তার মধ্যকার ভালো দিকটিই খুঁজে নিন। দেখবেন অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে।
২) নিজের সম্পর্কটিকে প্রাধান্য দিন
জীবনে অনেক কিছুই করার রয়েছে, কিন্তু তাই বলে সম্পর্ককে একেবারে কম মূল্যায়ন করলে সুখে থাকা সম্ভব নয়। নিজের সম্পর্কটিকে প্রাধান্য দিন। এতে করে সঙ্গীর কাছ থেকেও মূল্য পাবেন এবং জীবন সুখের হবে।
৩) ক্ষমা করতে শিখুন
মানুষ মাত্রই ভুল করে। ভুল ধরে বসে থাকলে কখনোই সমস্যার সমাধান হয় না, হওয়া সম্ভব নয়। সব সময় ভুল ধরে বসে থাকলে সঙ্গীকে কষ্ট দেয়া এবং সম্পর্কে টানাপোড়ন তৈরি করা ছাড়া অন্য কিছুই হয়। না কিছু ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন আর কিছু ভুল ধরিয়ে দিন ভালোবাসা দিয়ে। এতেই দাম্পত্যে সুখ আসবে।
৪) ইগো সরিয়ে ফেলুন
আমি কেন করবো, সে কেন নয় এই ধরণের মানসিকতা শুধুই সমস্যা সৃষ্টি করে থাকে। এই মানসিকতা যতোটা দূরে সরিয়ে রাখবেন দাম্পত্য জীবন ততোই সুখের হবে। ইগোটাকে দূরে সরিয়ে নিজেই এগিয়ে যান এতেই অনেকটা সমস্যা এড়িয়ে যেতে পারবেন।
৫) ভালোবাসা প্রকাশ করুন প্রতিদিন
বিয়ে হয়েছে বলেই ভালোবাসা শেষ এই ধরণের মানসিকতা দূর করুন। দাম্পত্যে সুখ চাইলে বিয়ের পরও নিজেদের মধ্যকার ভালোবাসা ধরে রাখুন। একে অপরকে মনে করিয়ে দিন প্রতিদিন যে আপনারা দুজন দুজনকে কতোটা ভালোবাসেন। সুখে থাকার আসল মন্ত্র এখানেই।