তারা (অবিশ্বাসীরা) শুধু এ বিষয়ের অপেক্ষমাণ যে তাদের কাছে ফেরেশতা আসবে কিংবা তোমার প্রতিপালক আসবেন অথবা তোমার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন তোমার পালনকর্তার কোনো নিদর্শন (কিয়ামতের বড় কোনো আলামত) আসবে, সেদিন তার ইমান কোনো কাজে আসবে না, যে আগে ইমান আনেনি কিংবা যে ব্যক্তি ইমানের মাধ্যমে কোনো সৎকর্ম করেনি।