উপকরণঃ
গোল আলু ১২টি
জলপাই বাটা/মিহি কুচি করা ৪টেবিল চামচ
পাঁচফোড়ন ১/২ চা চামচ
সরিষা বাটা ১/২ চা চামচ
হলুদ গুড়া ১/৪ চা চামচ
শাহি জিরা ৩/৪ চা চামচ
লবণ পরিমাণমতো
সরিষার তেল ৪ টেবিল চামচ
গোল আলু ১২টি
জলপাই বাটা/মিহি কুচি করা ৪টেবিল চামচ
পাঁচফোড়ন ১/২ চা চামচ
সরিষা বাটা ১/২ চা চামচ
হলুদ গুড়া ১/৪ চা চামচ
শাহি জিরা ৩/৪ চা চামচ
লবণ পরিমাণমতো
সরিষার তেল ৪ টেবিল চামচ
প্রস্তুত প্রণালিঃ
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন।
কড়াইয়ে সামান্য তেল দিয়ে আলু গুলোকে হালকা ভেজে নিন।
কড়াইয়ে বাকি তেলটুকু গরম করে নিন।
তেলে পাঁচফোড়ন ও শাহি জিরার ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিন।
এবার একে একে সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
কষানো মশলায় জলপাই বাটা/কুচি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে আলু দিয়ে দিন।
এবার সামান্য পানি দিয়ে ২/৩ মিনিট ঢেকে রাখুন।
এরপর ঢাকনা উঠিয়ে পানি শুকিয়ে মশলা একদম মাখা মাখা করে নামিয়ে ফেলুন।
গরম ভাত অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার আচারি আলু।
কড়াইয়ে সামান্য তেল দিয়ে আলু গুলোকে হালকা ভেজে নিন।
কড়াইয়ে বাকি তেলটুকু গরম করে নিন।
তেলে পাঁচফোড়ন ও শাহি জিরার ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিন।
এবার একে একে সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
কষানো মশলায় জলপাই বাটা/কুচি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে আলু দিয়ে দিন।
এবার সামান্য পানি দিয়ে ২/৩ মিনিট ঢেকে রাখুন।
এরপর ঢাকনা উঠিয়ে পানি শুকিয়ে মশলা একদম মাখা মাখা করে নামিয়ে ফেলুন।
গরম ভাত অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার আচারি আলু।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন