ঈদ উৎসবে ঝালের পাশাপাশি একটু মিষ্টি খাবার না হলে কি চলে? মোটেই নয়। আমরা বাঙালিরা মিষ্টি জাতীয় খাবার খেতে বেশ পছন্দ করে থাকি। আর ঈদের মতো বড় উৎসবগুলোতে সেমাই, পায়েস ও ক্ষীর জাতীয় মিষ্টি খাবারের প্রচলনই বেশি। আজকে চলুন তবে শিখে নেয়া যাক একটু ভিন্নস্বাদের ‘কাশ্মীরি ক্ষীরের’
সহজ রেসিপিটি।
সহজ রেসিপিটি।
উপকরণঃ
– ৭০ গ্রাম পোলাও চাল (সারারাত পানিতে ভেজানো)
– ১ লিটার দুধ
– ২ কাপ গরম পানিতে ৮ টেবিল চামচ গুঁড়ো দুধ গোলানো
– ১০০ গ্রাম চিনি (স্বাদমতো)
– সামান্য এলাচ গুঁড়ো বা ২ টি এলাচের দানা
– ১ টেবিল চামচ গরম দুধে ৪/৫ টি জাফরানের রোয়া গোলানো
– আধা কাপ বাদাম কুচি (যে কোনো বাদাম)
– ১ চিমটি লবণ
– বাদাম, কিশমিশ ও খেজুর কুচি সাজানোর জন্য
– ১ লিটার দুধ
– ২ কাপ গরম পানিতে ৮ টেবিল চামচ গুঁড়ো দুধ গোলানো
– ১০০ গ্রাম চিনি (স্বাদমতো)
– সামান্য এলাচ গুঁড়ো বা ২ টি এলাচের দানা
– ১ টেবিল চামচ গরম দুধে ৪/৫ টি জাফরানের রোয়া গোলানো
– আধা কাপ বাদাম কুচি (যে কোনো বাদাম)
– ১ চিমটি লবণ
– বাদাম, কিশমিশ ও খেজুর কুচি সাজানোর জন্য
পদ্ধতিঃ
– চাল সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। চাইলে আধা ভাঙা করে নিতে পারেন।
– ১ লিটার দুধ পাত্রে ঢেলে জ্বাল দিতে থাকুন। যখন দুধ কমে ঘন হয়ে আধা লিটারে নেমে আসবে তখন চাল দিয়ে দিন।
– ঘন ঘন নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়। এরপর এতে চিনি ও বাদাম কুচি দিয়ে দিন।
– ১ চিমটি লবণ দিয়ে ঘন ঘন নেড়ে নিন। এতে গুঁড়ো দুধের মিশ্রন দিয়ে দিন।
– চাল ফুটে ক্ষীরের মতো ঘন হয়ে এলে জাফরান দিয়ে খানিকক্ষণ নেড়ে নামিয়ে নিন চুলা থেকে। কাশ্মীরি ক্ষীরে দুধের পরিমাণ অনেক বেশি থাকে চালের তুলনায়।
– চুলা থেকে নামিয়ে সাধারণ তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিয়ে ওপরে বাদাম, কিশমিশ ও খেজুর কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
– ১ লিটার দুধ পাত্রে ঢেলে জ্বাল দিতে থাকুন। যখন দুধ কমে ঘন হয়ে আধা লিটারে নেমে আসবে তখন চাল দিয়ে দিন।
– ঘন ঘন নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়। এরপর এতে চিনি ও বাদাম কুচি দিয়ে দিন।
– ১ চিমটি লবণ দিয়ে ঘন ঘন নেড়ে নিন। এতে গুঁড়ো দুধের মিশ্রন দিয়ে দিন।
– চাল ফুটে ক্ষীরের মতো ঘন হয়ে এলে জাফরান দিয়ে খানিকক্ষণ নেড়ে নামিয়ে নিন চুলা থেকে। কাশ্মীরি ক্ষীরে দুধের পরিমাণ অনেক বেশি থাকে চালের তুলনায়।
– চুলা থেকে নামিয়ে সাধারণ তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিয়ে ওপরে বাদাম, কিশমিশ ও খেজুর কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন