সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দীপিকা ছোটবেলায় হাত খরচ পেতেন না

বলিউডে এখন সবচেয়ে দামি অভিনেত্রীদের মধ্যে একজন, অথচ একসময় পকেট খরচের টাকাই পেতেন না দীপিকা পাড়ুকোন! তারকা হওয়ার পর যখন রোজগার হলো, তখন তা কীভাবে বুঝেশুনে রাখতে হবে তা জানতেন না তিনি। তাই বাবা একসময়ের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাডুকোনকেই নিতে হয়েছে সেই দায়িত্ব। 

সম্প্রতি এক অনুষ্ঠানে এসব তথ্য জানান দীপিকা। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় পকেট খরচ পেতাম না। বড় হয়ে যা রোজগার করতাম, সবই বাবার কাছে থাকতো। তিনি সেগুলো যত্নে রাখতেন। আর আমি প্রযুক্তিতে খুব একটা দক্ষ ছিলাম না। অ্যাপস কি সেটাই বুঝতাম না! তার চেয়ে ক্যামেরায় ক্লিক করে তা ছাপিয়ে অ্যালবামে রাখতে অভ্যস্ত ছিলাম।’ 

দীপিকা এখন ব্যস্ত ‘তামাশা’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী রণবীর কাপুর। এটি মুক্তি পাবে চলতি বছরের ২৭ নভেম্বর। এ বছর তার ‘বাজিরাও মাস্তানি’ও মুক্তি পাবে। সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Siam Ahmed Full Biography, Age, Height, Weight, Wife & Pictures

নগদ নয় টাকায় ক্যাশ আউট | কিভাবে সম্ভব | Nagod 9 taka cashout

 

চা কপি বানিয়ে ভাইরাল হওয়া সেই ব্যক্তি | শূন্য থেকে চা কপি বিক্রি থেকে সফ...

ভারতে চিকিৎসার জন্য কোথায় যাবেন কেন যাবেন || চেন্নাই এপোলো নাকি ভেলোর স...