সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হিজাব যখন ফ্যাশনে

মুসলিম রাষ্ট্রগুলোতে নারীরা সাধারণত স্কার্ফ বা হিজাব পড়েন৷ মাথার চুল ঢেকে রাখাই এই হিজাবের মুখ্য উদ্দেশ্য৷ কিন্তু বর্তমানে এটি যেন ফ্যাশান অনুষঙ্গ হয়ে উঠেছে৷ আর তার ফলে ফ্যাশান মঞ্চেও এখন উঠে এসেছে হিজাব৷
কথা হচ্ছে ‘টোকিও ফ্যাশান উইক’ নিয়ে৷ সেখানে এশিয়ার বিভিন্ন দেশের ডিজাইনাররা তাদের পোশাক নিয়ে উপস্থিত হয়েছিলেন৷

কিন্তু ইন্দোনেশিয়ার এক ডিজাইনার হাজির হয়েছিলেন নানা ধরণের হিজাব নিয়ে৷ নিজের শরৎ ও শীতের পোশাক সম্ভারের নাম দিয়েছেন তিনি ‘নূরজাহরা’৷
নূরজাহরা অর্থ দীপ্তিময় আলো৷ আরবি শব্দ নূরজাহরা নামটি নেয়া হয়েছে ফাতিমা জাহরার নাম থেকে৷ ফাতিমা ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর কন্যা৷ ডিজাইনার উইন্দ্রি উইদিয়েস্তা ধারি সাংবাদিকদের বলেন, হিজাব আসলে কোনো প্রতিবন্ধকতা নয়৷
এই ঢিলাঢালা পোশাকে শরীর ঢেকে রাখার পাশাপাশি তুমি কতটা আভিজাত্য ফুটিয়ে তুলতে পারো, এর মাধ্যমে সেটাই প্রকাশ পায়৷ ইসলামিক রাষ্ট্রগুলোতে চুল এবং ঘাড় ঢেকে রাখা খুব স্বাভাবিক একটি রীতি বলে জানান তিনি৷
ইরানে বিপ্লব এবং আরব বসন্তের ফলে এই হিজাব ফ্যাশানের অনুষঙ্গ হয়ে উঠলেও অনেক দেশের ক্রীড়াঙ্গনে এখনও হিজাব পড়ে প্রবেশ নিষেধ৷ তবে ধারির কাছে হিজাব শুধুমাত্র একটি ফ্যাশান অনুষঙ্গ৷ আর তার সঙ্গে সঙ্গে এটা বেশ আরামদায়ক পোশাক – এমনটাই মনে করেন ধারি৷ তাই এটাকে ধর্মীয় পোশাক বলতে একেবারেই রাজি নন তিনি৷ তিনি জানান, ‘‘আমরা মানুষকে জানাতে চাই, হিজাব পরা কোনো কঠিন কাজ নয়৷ খুব সহজে নিজেরাই এটা পড়তে পারেন৷”
উইন্দ্রি উইদিয়েস্তা ধারির ডিজাইন করা হিজাবগুলো সুতি এবং সিল্কের তৈরি৷ কয়েকটিতে আছে প্রাকৃতিক রঙের প্রিন্ট, কয়েকটিতে টাইডাই, আবার কখনও বা ইন্দোনেশিয়ান বাটিক৷ তিনি জানান, ‘‘প্রাচীন প্রথাগত ভাবনাও তিনি তার ডিজাইনে প্রয়োগ করেছেন, যার ফলে তার সৃষ্টির মধ্যে একটা যেন স্বতন্ত্র ধারণা তৈরি হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Siam Ahmed Full Biography, Age, Height, Weight, Wife & Pictures

নগদ নয় টাকায় ক্যাশ আউট | কিভাবে সম্ভব | Nagod 9 taka cashout

 

চা কপি বানিয়ে ভাইরাল হওয়া সেই ব্যক্তি | শূন্য থেকে চা কপি বিক্রি থেকে সফ...

ভারতে চিকিৎসার জন্য কোথায় যাবেন কেন যাবেন || চেন্নাই এপোলো নাকি ভেলোর স...